21 C
আবহাওয়া
১০:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে ২১ জুয়াড়ি আটক

রাজধানীতে ২১ জুয়াড়ি আটক

মিথ্যা সাক্ষ্য দেওয়ায় পুলিশ সদস্য আটক

বিএনএ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২১ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব-১০। এদের কাছ থেকে ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

শনিবার(২ জানুয়ারী) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ জানিয়েছে, শুক্রবার রাতে ব্যাটালিয়নের একটি দল দক্ষিণ যাত্রাবাড়ীর মীরহাজীরবাগ এলাকায় অভিযান চালায়। এ সময় জুয়া আসর থেকে জুয়া খেলা অবস্থায় ১১ জনকে আটক করা হয়। তারা হলো- আলী আহম্মদ (৩৮), সুজন (৪৮), সালাউদ্দিন (৪৫), জাহাঙ্গীর আলম (৪৩), মনির হোসেন (৩৭), সেলিম (৪৮), আব্দুর রহিম (৩৮), লাল মিয়া (৫০), আব্দুল মালেক (৫০), চুনু মিয়া (৪৮) ও বাবুল মৃধা (৪৬)। তাদের কাছ থেকে ১৪টি মোবাইল ফোন, খোলা অবস্থায় ৩০০ পিস জুয়া খেলার কার্ড ও নগদ ২০ হাজার ৮২০ টাকা জব্দ করা হয়েছে।

এছাড়া পৃথক অভিযানে কেরানীগঞ্জের আমিরাবাগ বাগাম গাছতলা এলাকায় জুয়া খেলা অবস্থায় ১০ জনকে আটক করা হয়। তারা হলো- মারুফ (৪০), রকিবুল হাসান শাওন (৩৭), নোমান আরাফাত রবিন (৩৬), ফয়সাল হোসেন (৩৫), দ্বীন ইসলাম (৩৫), আ. ওহাব (৫২), রজব আলী (৩৫), সুমন মিয়া (৩৬), কামরুল ইসলাম (৩৯) এবং মামুন হোসেন (৩৭)। তাদের কাছ থেকে ১৫টি মোবাইল ফোন, ৩ প্যাকেট ও খোলা অবস্থায় ২৬৬পিস জুয়া খেলার কার্ড ও নগদ ৩৬ হাজার ২২০টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, তারা পেশাদার জুয়াড়ি। দীর্ঘদিন ধরে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার পাশাপাশি এর মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে।

বিএনএ/এসকে, ওজি

Loading


শিরোনাম বিএনএ