Bnanews24.com
Home » আ’লীগ নেতা নাজিম উদ্দিনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
বৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃহত্তর চট্টগ্রাম সব খবর

আ’লীগ নেতা নাজিম উদ্দিনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

আ'লীগ নেতা নাজিম উদ্দিনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

চট্টগ্রাম: আশির দশকের প্রখ্যাত ছাত্রনেতা, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি ও চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য একেএম নাজিম উদ্দিনের ইন্তেকালে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য ড. হাছান মাহমুদ।

শনিবার(শনিবার ২ জানুয়ারি ২০২০) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬২ বছর বয়সে একেএম নাজিম উদ্দিনের ইন্তেকালের সংবাদে শোকাহত তথ্যমন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ড. হাছান মাহমুদ তার শোকবার্তায় প্রয়াত রাজনীতিক একেএম নাজিম উদ্দিনের কর্মময় জীবনের কথা স্মরণ করে বলেন, তরুণ বয়স থেকে রাজনীতিতে তার নিবেদিত প্রাণ অবদানের কথা স্মরণীয় হয়ে থাকবে।

বিএনএনিউজ২৪/এসজিএন