Bnanews24.com
Home » ব্রিটেনে করোনায় সাবেক সাংসদসহ ৩ বাংলাদেশির মৃত্যু
করোনা ভাইরাস টপ নিউজ সব খবর স্বাস্থ্য

ব্রিটেনে করোনায় সাবেক সাংসদসহ ৩ বাংলাদেশির মৃত্যু

বিএনএ, বিশ্ব ডেস্ক : ব্রিটেনে প্রাণঘাতী করোনায় মৌলভীবাজার জেলার রাজনগর ও কমলগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্যসহ ৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এর মধ্যে শুক্রবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বালিসহ গ্রামের সাবেক সংসদ সদস্য তৈয়বুর রহিম (১০০)। তিনি সংসদ সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি আবুল কাসেম খালিসদার সোয়েব করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ৩১ ডিসেম্বর লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। একইভাবে করোনায় আব্দুল গাফফার নছির মিয়া নামে এক ব্রিটিশ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তিনি গত ২৭ ডিসেম্বর লন্ডনের একটি হাসপাতালে মারা যান। তার গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের পঞ্চিম চাঁনসির কাপন গ্রামে।

এছাড়াও বেশ কয়েকজন প্রবাসী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বিএনএনিউজ/জেবি