15 C
আবহাওয়া
১১:০১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » নতুন বর্ষ বরণের উৎসবে ১১ জনের মৃত্যু

নতুন বর্ষ বরণের উৎসবে ১১ জনের মৃত্যু


বিএনএ, বিশ্ব ডেস্ক : নতুন সূর্যোদয়, নতুন বছর, নতুনভাবে প্রাণোচ্ছ্বল জীবনযাপন – সেই প্রজ্ঞা নিয়ে ২০২১ সাল শুরু করল সারা বিশ্ব। ‘বিষ’ ২০২০ সালকে সমস্ত বিষণ্ণতাকে পিছনে ঠেলে নতুন বছরের আশা-আকাঙ্খায় আছেন মানুষ। সঙ্গে মহামারীকে হারিয়ে নতুনের দিকে এগিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদী বিশ্ব। আর সেই নতুন বছরের প্রথম দিনকে বরণ করতে গিয়ে বিশ্বজুড়ে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে বেশ কয়েকজন আহত হওয়রও খবর পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, নিউ ইয়ারের উৎসবে বসনিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি কটেজে ৮ পুরুষ এবং এক নারীর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, কার্বন মনোঅক্সাইড বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।

একটি জরুরি ফোনকল পেয়ে ত্রিবিসটোভো শহরের একটি বাড়িতে গিয়ে তারা বেশ কিছু মরদেহ উদ্ধার করেন। বসনিয়া ও ক্রোয়েশিয়ার গণমাধ্যম জানিয়েছে, নিহত আটজনই শিক্ষার্থী।

অপরদিকে, তুরস্কে আতশবাজিতে চোখে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নরওয়ের ফুটবলার ওমর এলাবদেলাউয়ি। আঙ্কারার লিভ হসপিটালের চিকিৎসক ডা. ভেদাত কায়া জানিয়েছেন, তার দুই চোখেই আঘাত লেগেছে। তিনি জানিয়েছেন, ওই ফুটবলারের চোখ নষ্ট হয়নি। তবে তার একটি চোখের আঘাত গুরুতর।

এদিকে ফ্রান্সের পূর্বাঞ্চলে আতশবাজি বিস্ফোরণে ২৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া জার্মানিতে বাড়িতে তৈরি আতশবাজি বিস্ফোরণে ২৪ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে।

জার্মানির পশ্চিমাঞ্চলীয় ওসনাব্রুয়েক শহরে আরও একটি ঘটনায় আতশবাজি বিস্ফোরণে একজন গুরুতর আহত হয়েছেন। তার জীবন সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন। ওই ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন।

ইরাকের এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, দেশটিতে নিউ ইয়ারের উৎসবে আতশবাজির কারণে বিভিন্ন দুর্ঘটনায় কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে এবং আরও ২৫ জন আহত হয়েছে।

এদিকে বাংলাদেশেও নববর্ষকে বরণের আয়োজন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করার খবর পাওয়া গেছে।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ