23 C
আবহাওয়া
৪:৩৬ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » লোহাগাড়ায় মেয়ের হাতে বাবা খুন

লোহাগাড়ায় মেয়ের হাতে বাবা খুন

লোহাগাড়ায় তরুণকে জুয়া খেলতে ডেকে নিয়ে খুন

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেয়ের দায়ের কোপে আব্দুর রহমান (৫০) নামে বাবা খুন হয়েছেন। শুক্রবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার পুঁটিবিলা ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মেয়ে হুমাইরা আক্তারকে (২০) গ্রেপ্তার করেছে।

নিহত আব্দুর রহমান ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রামবিলা গ্রামের বাসিন্দা।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) খাইরুল ইসলাম খান জানান, সকালে গরুকে ভুসি খাওয়ানোর সময় মেয়ে হুমাইয়ার সঙ্গে আবদুর রহমানের কথা কাটাকাটি হয়। এরপর মেয়েকে থাপ্পড় মারেন তিনি। এতে রেগে গিয়ে ধারালো দা দিয়ে বাবার গলায় ও বাম হাতে কোপ দেয় সে। পরে স্থানীয় লোকজন আবদুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুনের আলামত হিসেবে দা জব্দ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
গুম-খুন-হত্যায় জড়িতরা নির্বাচন করতে পারবেন না: ড. বদিউল আলম মজুমদার আগামী বাজেটে করের বিষয়গুলো ভালোভাবে সমন্বয় করা হবে: অর্থ উপদেষ্টা অনুপ কুমার চাকমা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান নাটোরে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত রেলের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শিল্পী সমিতি থেকে আজীবন বহিষ্কৃত নিপুণ যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে গাজায় প্রবেশ করল ৯১৫ ত্রাণবাহী ট্রাক মেনিনজাইটিস টিকা না পেয়ে পান্থপথে সড়ক অবরোধ সাবেক এমপি সালাউদ্দিনকে বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট