40 C
আবহাওয়া
৬:২৫ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » পোলান্ডের বিপক্ষে দাপুটে জয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা

পোলান্ডের বিপক্ষে দাপুটে জয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা

শেষ ষোলোতে আর্জেন্টিনা

বিএনএ ডেস্ক: পোলান্ডের বিপক্ষে দাপুটে জয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে পোলান্ডকে ০-২ গোলে পরাজিত করে আকাশি-নীলরা।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) কাতারের স্টেডিয়াম ৯৭৪ এ বাংলাদেশ সময় রাত ১টায় খেলা শুরু হয়। ম্যাচের শুরু থেকেই পোলান্ডকে চেপে ধরে মেসিরা। ৬ আর ১০ মিনিটে মেসির দুটো দারুণ শট ঠেকিয়ে দেন পোলিশ গোলরক্ষক সজেসনি। তবে আর্জেন্টিনার প্রথম দারুণ সুযোগটা এসেছিল ম্যাচের ২৮ মিনিটে। ইউলিয়ান অ্যালভারেজের দারুণ একটা শট গোলরেখা ছেড়ে বেরিয়ে এসে ঠেকিয়ে দেন সজেসনি। ফিরতি চেষ্টায় মার্কোস আকুনইয়া শটটা নেন লক্ষ্যের অনেক বাইরে দিয়ে।

এরপরই সেই পেনাল্টি সেভ। বাম পাশ থেকে আসা ক্রসে লাফিয়ে উঠে হেড করতে চেয়েছিলেন মেসি, হেডের পর মেসির চোখে হাত লাগে সজেসনির। ভিএআর দেখে এসে পেনাল্টি দেন রেফারি। তবে মেসির শট বাম পাশে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন পোলিশ গোলরক্ষক। প্রথমার্ধে গোল শূণ্য রেখেই রিরতিতে যেতে হয় আর্জেন্টিনাকে।

মেসির প্যানাল্টি শট ঠেকিয়ে দেন পোলিশ গোলরক্ষক সেজনি।
মেসির প্যানাল্টি শট ঠেকিয়ে দেন পোলিশ গোলরক্ষক সেজনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে আর্জেন্টিনার চাপ কিছুটা কমিয়ে দেন ম্যাক অ্যালিস্টার। ডান পাশ দিয়ে আক্রমণে ওঠা নাহুয়েল মলিনা নিচু ক্রস বাড়ান বক্সে। সেটা পোলিশ রক্ষণ বিপদমুক্ত করতে পারেনি। ফাঁকায় থাকা ম্যাক অ্যালিস্টারের দারুণ শটে বল পোলিশদের জালে জড়ান। তাতেই ১-০ গোলে এগিয়ে যায় মেসিরা।

দ্বিতীয় গোলের জন্য আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয় আরও ২১ মিনিট। ৬৭ মিনিটে এনজো ফের্নান্দেজ বল বাড়ান বক্সে থাকা হুলিয়ান আলভারেস। দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান আলভারেজ। তাতেই দুই গোলের স্বস্তি চলে আসে আর্জেন্টিনা শিবিরে। শেষ পর্যন্ত পোলিশদের বিপক্ষে ০-২ গোলের জয় নিয়ে সুপার সিক্সিটিনে পৌঁছে গেল মেসিরা।

প্রথম রাউন্ডে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা আর্জেন্টিনা। শেষ ষোলোতে মেসিদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। শনিবার রাত ১টায় মুখোমুখি হবে দুই দল।

এছাড়া আর্জেন্টিনার কাছে হেরেও নকআউটে পর্বে পৌঁছে গেছে পোল্যান্ড। মেক্সিকোর সঙ্গে পয়েন্ট পার্থক্য না থাকলেও গোল ব্যবধানে গ্রুপের দ্বিতীয় সেরা হয়ে নকআউটে চলে গেছে রবার্ট লেওয়ানডোভস্কির দল। রোববার রাত ৯টায় ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে পোল্যান্ড।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ