বিএনএ, চট্টগ্রাম: সীতাকুণ্ডে কোরবান আলী সোহেল হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে আব্দুল মোমিন সুমন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) ফ্লাইট লেফট্যানেন্ট নিয়াজ মোহাম্মদ চপল এ তথ্য নিশ্চিত করেন । আব্দুল মোমিন সুমন একই থানার দোয়াজী পাড়ার আব্দুল মান্নানের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, সীতাকুণ্ড থানা এলাকায় গত ১৮ মে সন্ধ্যায় কোরবান আলী সোহেলকে ধারাল ছোরা দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় গত ২৯ মে সোহেলের বাবা বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা করেন।
ফ্লাইট লেফট্যানেন্ট নিয়াজ মোহাম্মদ চপল জানান, সোহেল হত্যা মামলার দুই নম্বর আসামি খাগড়াছড়ি জেলার রামগড় থানা এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৪টার দিকে অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করা হয়। সোহেল হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় ৪টি মামলা রয়েছে।
বিএনএ/ ওজি