বিএনএ, ঢাকা : খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাধারণ জনগণের জন্য চালের মূল্য নিয়ন্ত্রণের উদ্দেশ্যে চালের ওপর সকল আমদানি ও নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বিষয়ে এনবিআর গতকাল (৩১ অক্টোবর) একটি সংবিধিবদ্ধ নিয়ামক আদেশ (এসআরও) জারি করেছে।
শুক্রবার (১ নভেম্বর) এনবিআর-এ প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, চালের ওপর বিদ্যমান ১৫ শতাংশ আমদানি শুল্ক এবং ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণরূপে বাতিল করা হবে। এর ফলে, চালের ওপর মোট আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমে ২ শতাংশ হবে। এই সিদ্ধান্তের ফলে চালের দাম প্রতি কেজিতে অন্তত ৯.৬০ টাকা কমবে বলে আশা করা হচ্ছে।
এর আগে, গত ২০ অক্টোবর এনবিআর আমদানি শুল্ক ৬২.৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করেছিল। তবে, তাতেও আমদানি তখন বাড়েনি।
দুইদিন আগে, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) থেকে এনবিআরকে আমদানি শুল্ক মওকুফের জন্য অনুরোধ করা হয়। এরপরেই এনবিআর থেকে এই আদেশ জারি করা হয়।
বিএনএনিউজ/এইচ.এম/হাসনা