31 C
আবহাওয়া
১:৪৯ পূর্বাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৪
Bnanews24.com
Home » রুমিন ফারহানা ততটা স্মার্ট নয় : নসরুল হামিদ

রুমিন ফারহানা ততটা স্মার্ট নয় : নসরুল হামিদ

রুমিন ফারহানা ততটা স্মার্ট নয় : নসরুল হামিদ

বিএনএ, ঢাকা : জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছে প্রশ্ন করার সময় কিছুটা টিপ্পনি কাটেন বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। জবাব দেয়ার সময় টিপ্পনী কেটে প্রতিমন্ত্রী বলেন, আমি তাকে (রুমিন) যতটুকু স্মার্ট আশা করেছিলাম, তিনি ততটুকু আধুনিক না।

মাগরিবের নামাজের বিরতির পর রুমিন ফারহানা সম্পূরক প্রশ্ন করতে দাঁড়ান। বিদ্যুৎ প্রতিমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের মন্ত্রীরা অতীত নিয়ে আলোচনায় যত দক্ষ, যে জবাবদিহি আমরা চাই, সেই ব্যাপারে উত্তর দিতে তাঁরা ততটা দক্ষ নন।’

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে রুমিন ফারহানা বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো একই ধরনের একটি বিদ্যুৎকেন্দ্র ভারতে নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশে ভারতের চেয়ে চার গুণ বেশি খরচ হচ্ছে। কেন এত বেশি খরচ হচ্ছে এবং সরকার কেন স্পট মার্কেট থেকে জ্বালানি তেল কিনছে, তা তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কাছে জানতে চান।

জবাব দিতে গিয়ে কিছুটা ব্যঙ্গাত্মক সুরে নসরুল হামিদ বলেন, ‘আমি তাঁকে (রুমিন) যতটুকু স্মার্ট আশা করেছিলাম, তিনি ততটুকু আধুনিক না। তাঁর তথ্য জানার জন্য যে ধরনের উপাত্ত থাকা দরকার, সেটাও নেই। কারণ, তিনি বুঝতে পারছেন না, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আমার মন্ত্রণালয়ের অধীনে নয়। প্রশ্নটা করা উচিত ছিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কাছে।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ