26 C
আবহাওয়া
২:৫৪ অপরাহ্ণ - ডিসেম্বর ৪, ২০২৪
Bnanews24.com
Home » রামপুরার বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রামপুরার বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার

বিএনএ, ঢাকা: রাজধানীর রামপুরার একটি বাসা থেকে নিয়াজ মোরশেদ নাদিম (২০) নামের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পশ্চিম রামপুরা ওয়াপদা রোডের একটি বাসা থেকে গলায় লুঙ্গি প্যাঁচানো মরদেহটি উদ্ধার করা হয়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিনহাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ওয়াপদা রোডের একটি বাসা থেকে গলায় লুঙ্গি প্যাঁচানো মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ওই শিক্ষার্থীর স্বজনদের কাছে জানা যায়, সে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিল। কী কারণে গলায় ফাঁস দিয়েছে তা জানার চেষ্টা চলছে।

নিহত নাদিমের চাচা মসিউদ্দিন বলেন, আমার ভাতিজা ইউটিউবার ছিল। কী কারণে সে গলায় ফাঁস দিয়েছে- এ বিষয়ে আমরা কিছু জানি না।

তিনি বলেন, আমাদের গ্রামের বাড়ি পিরোজপুরের নাজিরপুর থানার কাটবনিয়ায়। পশ্চিম রামপুরা ওয়াপদা রোডের একটি বাসায় থাকতো তারা।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ