19 C
আবহাওয়া
৩:১৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » খালেদা জিয়ার উপদেষ্টা মশিউর রহমানের ইন্তেকাল

খালেদা জিয়ার উপদেষ্টা মশিউর রহমানের ইন্তেকাল

খালেদা জিয়ার উপদেষ্টা মশিউর রহমানের ইন্তেকাল

বিএনএ ডেস্ক : ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদার জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মঙ্গলবার (০১ নভেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটে তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে মারা যান।

ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিসিন বিশেজ্ঞ ডা. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মশিউর রহমানকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মসিউর রহমান ১৯৯১ সাল থেকে ২০০৮ পর্যন্ত টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া তিনি জেলা বিএনপির সভাপতি, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সবশেষ তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিএনএ/ আতিক রহমান ,ওজি

Loading


শিরোনাম বিএনএ