বিএনএ, চট্টগ্রাম : আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো সুপার স্পেশালিটি হেয়ার ট্রিটমেন্ট ক্লিনিক রেবসন কেয়ার। সোমবার (১ নভেম্বর) নগরীর গোল পাহাড় মোড়স্থ রেবসন কেয়ার এর মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান, রেখা আলম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনসিসি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এস এম আবু মহসিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালক আহমেদুল হক, সিনিয়র ম্যানেজার এলিট পেইন্ট এম এ মুকতি চৌধুরী রেবসন কেয়ার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, জিয়া উদ্দিন শিবলু ও পরিচালক, ফজলে ওয়ালী আহমেদ প্রমুখ।
উল্লেখ্য ২০১৭ সালে প্রতিষ্ঠিত র্যাবসন কেয়ার লিমিটেড সুপার স্পেশালিটি ক্লিনিক (এ সিস্টার কনসার্ন অফ রিগেইন অ্যাসথেটিক ক্লিনিক, ইন্ডিয়া) নৈতিক ও স্বচ্ছ স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে কমিউনিটি হেলথ কেয়ারে একটি মাপকাঠি তৈরি করার চেষ্টা শুরু করে৷
রেবসন কেয়ার এর সিইও সৈয়দ গালিব আজহার উদ্দিন বলেন, নীতির আপোসহীন কোড মেনে চলা আমাদের অন্যতম লক্ষ্য। নিজ দেশে যারা উন্নত চিকিৎসার স্বপ্ন দেখেছিলেন র্যাবসন কেয়ার তাদের জন্য।
বিএনএনিউজ/এইচ.এম।