25 C
আবহাওয়া
৪:১৬ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ব্যারিস্টার নাজমুল হুদা

বিএনএ, ঢাকা : সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে মামলা করার অভিযোগে সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুদক।

সোমবার(০১ নভেম্বর) আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা জুলফিকার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সম্প্রতি ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন দুদকের পরিচালক মো. বেনজীর আহম্মেদ। এর আগে ৭ অক্টোবর অভিযোগপত্র অনুমোদন দেয় কমিশন।অভিযোগপত্র গ্রহণ বিষয় শুনানির জন্য আগামী ২৪ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারের আমলে নিজের বিরুদ্ধে নিষ্পত্তি হওয়া একটি মামলার রায় বদলে দেওয়া হয়েছে ও উৎকোচ চাওয়া হয়েছে- এস কে সিনহার বিরুদ্ধে এমন অভিযোগ করে ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় মামলা করেন নাজমুল হুদা। দেড় বছরের তদন্তে নাজমুল হুদার এ অভিযোগের কোনো প্রমাণ পায়নি দুদক।

মিথ্যা অভিযোগ করায় গত বছরের ২০ ফেব্রুয়ারি নাজমুল হুদার বিরুদ্ধে পাল্টা মামলা করেন দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

বিএনএ নিউজ/শহীদুল/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ