25 C
আবহাওয়া
৬:৫৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » সাইকেলের পাইপের ভিতরে মিলল ইয়াবা, গ্রেপ্তার ২

সাইকেলের পাইপের ভিতরে মিলল ইয়াবা, গ্রেপ্তার ২

ইয়াবা উদ্ধার

বিএনএ, (লোহাগাড়া) চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ৪ হাজার ৭০০পিস ইয়াবা ট্যাবলেট ও ব্যবহৃত ১টি বাই সাইকেল জব্দ করা হয়।

সোমবার (১ নভেম্বর) লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হল কক্সবাজার উখিয়া বালুখালি ক্যাম্প এলাকার মুহাম্মদ জামালের পুত্র এরফান (১৯) এবং একই এলাকার আবদুর রহমানের পুত্র ফিরোজ (২০)।

ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, সুকৌশলে ২ মাদক কারবারি বাই সাইকেলের পাইপ( ফ্রকে) করে ইয়াবা পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১০টার দিকে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী বাই সাইকেল থামিয়ে সাইকেলের পাইপে( ফ্রকে) ভিতরে লুকানো জায়গায় তল্লাশি চালিয়ে ৪ হাজার ৭০০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ