বিএনএ, ঢাকা:ঢাকা-কুয়ালালামপুর রুটে বিমানের ফ্লাইট পুনরায় চালু করা হচ্ছে ।রোববার(৩১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, আগামী ২ নভেম্বর থেকে ঢাকা-কুয়ালালামপুর এবং সিলেট-কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট পুনরায় চালু হবে। এছাড়া ৩ নভেম্বর থেকে সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানো হয়েছে।
২ নভেম্বর ঢাকা থেকে সপ্তাহে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার ও রোববার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় কুয়ালালামপুরের উদ্দেশে বিমানের ফ্লাইট ছেড়ে যাবে এবং কুয়ালালামপুর থেকে সপ্তাহে প্রতি বুধবার, শুক্রবার, শনিবার ও সোমবার স্থানীয় সময় রাত আড়াই টায় ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
মালয়েশিয়া কর্তৃক বাংলাদেশ থেকে যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করায় ঢাকা-কুয়ালালামপুর রুটে পুনরায় যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এর আগে গত ৭ মে থেকে বাংলাদেশ হতে কুয়ালালামপুর রুটে যাত্রী পরিবহন বন্ধ ছিল, তবে মালয়েশিয়া থেকে যাত্রীরা বাংলাদেশে আসতে পারতেন।
বিএনএ/ওজি