24 C
আবহাওয়া
২:০৬ অপরাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » স্বীকৃতির দাবী তালেবানের

স্বীকৃতির দাবী তালেবানের

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ

বিএনএ বিশ্বডেস্ক: তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ রোববার(৩১অক্টোবর) রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকাসহ অন্য দেশগুলো আফগানিস্তানের বর্তমান সরকারকে স্বীকৃতি দিতে এবং বিদেশে আফগানিস্তানের আটক সম্পদ ছেড়ে দিতে ব্যর্থ হলে তা শুধু আফগানিস্তানের জন্য সমস্যা সৃষ্টি করবে না বরং সারা বিশ্বের জন্যই সংকট ডেকে আনবে।

সংবাদ সম্মেলনে জবিউল্লাহ মুজাহিদ বলেন, “আমেরিকার প্রতি আমাদের বার্তা হচ্ছে আমেরিকা যদি দীর্ঘদিন ধরে তালেবান সরকারকে স্বীকৃতি না দেয়, আফগান জনগণের সমস্যাকে দীর্ঘদিন ঝুলিয়ে রাখে তাহলে সেই আঞ্চলিক সমস্যা সারা বিশ্বের জন্য সংকট ডেকে আনবে।

তালেবান মুখপাত্র বলেন, চলতি মাসের প্রথম দিকে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কাতারের রাজধানী দোহায় যে বৈঠক হয়েছে তাতেও তালেবান নেতারা আমেরিকাকে একই বার্তা দিয়েছে।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ