27 C
আবহাওয়া
২:১৯ পূর্বাহ্ণ - অক্টোবর ২, ২০২৫
Bnanews24.com
Home » কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট কাবিলার মৃত্যুদণ্ড

কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট কাবিলার মৃত্যুদণ্ড


বিএনএ, ঢাকা: যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর  সাবেক প্রেসিডেন্ট জোসেপ কাবিলাকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অভিযুক্ত কাবিলার অনুপস্থিতিতেই আদালত এই রায় ঘোষণা করে।

রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আদালত জানায়, সাবেক এই প্রেসিডেন্ট হত্যা, যৌন সহিংসতা, নির্যাতন এবং বিদ্রোহে উস্কানিসহ একাধিক অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। পাশাপাশি ক্ষতিপূরণ হিসেবে কাবিলাকে ৫০ বিলিয়ন ডলার পরিশোধের নির্দেশও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০০১ সালে প্রেসিডেন্ট হওয়ার পর টানা ১৮ বছর দেশটির ক্ষমতায় ছিলেন জোসেপ কাবিলা।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ