27 C
আবহাওয়া
২:১৮ পূর্বাহ্ণ - অক্টোবর ২, ২০২৫
Bnanews24.com
Home » রোহিঙ্গাদের ৯৬ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

রোহিঙ্গাদের ৯৬ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য


বিএনএ : যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য রোহিঙ্গা ও মিয়ানমারের সংখ্যালঘুদের জন্য নতুন করে ৯৬ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ৬০ মিলিয়ন ডলার এবং যুক্তরাজ্য প্রতিশ্রুতি দিয়েছে ৩৬ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দেয়।

জাতিসংঘ সদর দপ্তর মঙ্গলবার (৩০ সেপ্টম্বর) অনুষ্ঠিত প্রথমবারের মতো ‘রোহিঙ্গা ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ নিয়ে হাই-লেভেল কনফারেন্সে এ অঙ্গীকার করেন।

এই সহায়তা রোহিঙ্গা মুসলিমসহ মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবিক সংকট মোকাবিলা ও সহায়তা কার্যক্রমে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব তথ্য জানান।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ