৭:০৮ পূর্বাহ্ণ - অক্টোবর ৬, ২০২৪
Bnanews24.com
Home » কলম একাডেমি লন্ডনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কলম একাডেমি লন্ডনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কলম একাডেমি লন্ডনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে কলম একাডেমিন লন্ডনের স্থায়ী কার্যালয়ে সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, স্বরচিত কবিতা পাঠ ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কবি করুণা আচার্যের সভাপতিত্বে এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কবি মোহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালী উদ্বোধনী বক্তব্য রাখেন কলম একাডেমি লন্ডনের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী।

এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলম একাডেমি লন্ডন কেন্দ্রীয় কমিটির সাহিত্য বিষয়ক সম্পাদক, শিশু সাহিত্যিক কুতুবউদ্দিন বখতেয়ার, বাংলাদেশ শাখার সহসভাপতি সৈয়দ মো. ইলিয়াছ, কেন্দ্রীয় উপদেষ্টা আরিফুর রহমান আরিফ, কবি আব্দুল হাকিম, নুরুল করিম করিমী, আবু সুফিয়ান, এসএম জাহাঙ্গীর হাসান, মো. মুজিবুর রহমান, বেলাল হোসেন সিরাজী, কলম টিভির সম্পাদক মো. কুতুব উদ্দিন রাজু, সাংবাদিক বাবর মুনাফ ও মোহাম্মদ জামাল প্রমুখ।

বক্তারা বলেন, কলমের আলোয় আলোয় ছেয়ে যাবে আমাদের এই নবান্নের দেশসহ পুরো বিশ্ব। হাজার হাজার ক্ষত ধুয়ে বিশ্বের কোটি কোটি অসহায়দের নেত্রের জল মুছে আমরা বাজাবো বিজয় ধ্বনি।কলমের আলোয় আলোকিত হবে প্রতিটি হৃদয়ের মেঘাচ্ছন্ন বাদলা সকাল। কষ্টের নদীতে নিঃস্ব বিশ্ব মানবতার জোয়ারের বাঁধ ভেঙ্গে গেলে কলম তখন সকল দুঃখ কষ্ট মুছে দিবে প্রতিটি হৃদয়ে প্রকৃত অনন্ত ভালবাসা দিয়ে। আমাদের এই ক্ষুদ্র জীবন ক্ষয়ে যাচ্ছে ক্ষণ গুণে গুণে। যদি আমাদের হাতে থাকে কলম, কন্ঠে থাকে কলমের জয়গান তখন দু চোখের পাতায় আমি কলমকে খুঁজবো একাকী নূরানী প্রেমে।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও পরবর্তী জনগনের নির্বাচিত সরকারের নিকট কলম একাডেমি লন্ডন কর্তৃক লেখক মন্ত্রণালয়, বিশ্ব লেখক অধিকার দিবস, লেখক কল্যাণ ব্যাংকসহ ১৯দফা দাবি বাস্তবায়ন করার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ