৬:৫৭ পূর্বাহ্ণ - অক্টোবর ৬, ২০২৪
Bnanews24.com
Home » ফেনীর ঘাতক ডাম্প ট্রাক চালক সুমন গ্রেপ্তার

ফেনীর ঘাতক ডাম্প ট্রাক চালক সুমন গ্রেপ্তার

ফেনীর ঘাতক ডাম্প ট্রাক চালক সুমন গ্রেপ্তার

বিএনএ,ফেনী: ফেনীর ছাগলনাইয়া থানার পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কন্ট্রাক্টর মসজিদ বাজারে দ্রুত ও বেপরোয়া গতির ডাম্প ট্রাক চাপায় মোঃ আরিফ (৩৫) হত্যা মামলার একমাত্র আসামি ঘাতক চালক মোঃ সুমন(৪১)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

সোমবার (৩০ সেপ্টেম্বর )ফেনী জেলার ফেনী সদর হাসপাতাল এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামি মোঃ সুমন পিতা- মৃত দেনু মিয়া, ফেনী জেলার ছাগলনাইয়া থানার জয়পুর গ্রামে বসবাস করে।

নিহত মোঃ আরিফ ফেনী জেলার ছাগলনাইয়া থানার পূর্ব পাঠাননগর এলাকার মৃত সোলতান আহম্মদ এর ছেলে। তিনি পাঠাননগর বাজারে ফ্রিজ মেকানিক ।তিনি গত ১৭ জুলাই ১০ টায় নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে তার দোকানে যাওয়ার সময় ছাগলনাইয়া থানার কন্ট্রাক্টর মসজিদ বাজার রোডে পৌঁছালে ফেনী-ছাগলনাইয়া সড়কে বিপরীতে দিক থেকে আসা দ্রুত ও বেপরোয়া গতির ডাম্প ট্রাক এসে তাকে চাপা দেয়। এতে আরিফ ডাম্প ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে তার মাথার মগজ বের হয়ে গুরুতর যখম অবস্থায় ঘটনাস্থলেই মারা যান। ঐ ঘটনায় নিহতের ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে ফেনী জেলার ছাগলনাইয়া থানায় ডাম্প ট্রাক চালককে আসামি করে একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ফেনী জেলার ছাগলনাইয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/ আরএস/ এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ