বিএনএ, বিশ্বডেস্ক : ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করেছে বলে জানিয়েছে তাদের ডিফেন্স ফোর্স আইডিএফ। যেসব জায়গায় হামলা হচ্ছে সেগুলো ইসরায়েলি কমিউনিটির জন্য হুমকি বলে উল্লেখ করেছে তারা।
হামলার আগে ইসরায়েলের সামরিক বাহিনী বৈরুতে শহরের তিনটি এলাকা থেকে স্থানীয় অধিবাসীদের সরে যাওয়ার নির্দেশ দেয়।
এর আগে হেজবুল্লাহর ডেপুটি কমান্ডার নাইম কাসেম বলেছেন ইসরায়েলের স্থল অভিযানের জন্য তারা প্রস্তুত এবং এই যুদ্ধ ‘দীর্ঘমেয়াদী হতে পারে’।
হেজবুল্লাহর শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর তিনিই প্রথম কোনো মন্তব্য করলেন।
শরণার্থী শিবিরে হামলা
একজন ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন লেবাননের সবচেয়ে বড় শরণার্থী শিবির আইন আল-হিলওয়েতে সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল।
এএফপি ও রয়টার্স- উভয় বার্তা সংস্থাই সেখানকার কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে ফিলিস্তিনি গোষ্ঠী ফাতাহ’র সামরিক শাখা ছিল ওই হামলার টার্গেট।
এক বছর লেবানন ও ইসরায়েল সীমান্তে সহিংসতা শুরুর পর এই শরণার্থী শিবিরে হামলার ঘটনা এটাই প্রথম বলে মনে করা হয়।
দামেস্কে বিমান হামলা
ইসরায়েলি সামরিক বাহিনী যখন দক্ষিণ লেবাননে স্থল অভিযানের খবর নিশ্চিত করেছে তখন প্রতিবেশী সিরিয়া থেকে ইসরায়েলি বিমান হামলায় তিন ব্যক্তির নিহত হবার খবর পাওয়া গেছে।
সিরিয়ান রাষ্ট্রীয় টিভি এক বিবৃতিতে তাদের ‘অ্যাংকর সাফা আহমদ রাজধানী দামেস্কে ইসরায়েলি আগ্রাসনে নিহত’ হবার খবর জানিয়ে শোক প্রকাশ করেছে।
ইসরায়েল এখনো এই হামলার খবর নিশ্চিত করেনি। বিবিসিও এ খবরের সত্যতা যাচাই করতে পারেনি।
ভূমধ্যসাগরে ড্রোন ভূপাতিত
ইসরায়েলের বিমান বাহিনী জানিয়েছে তারা ইসরায়েল উপকূলের কয়েক কিলোমিটার দূরে ভূমধ্যসাগরের ওপরে একটি ড্রোন ভূপাতিত করেছে।
তবে ড্রোনটি কোথা থেকে এসেছে কিংবা ঠিক কোথায় এটিকে ভূপাতিত করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি।
লেবাননের কর্মকর্তাদের মতে গত দুই সপ্তাহে অন্তত এক হাজার মানুষের মৃত্যু হয়েছে সেখানে এবং ঘরবাড়ি ছাড়া হতে পারে দশ লাখেরও বেশি মানুষ।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ুভ গ্যালান্ট সীমান্তের কাছে সৈন্যদের উদ্দেশে বলেছেন ইসরায়েল ‘আকাশ, সাগর ও ভূমি’ থেকে আক্রমণের জন্য প্রস্তুত।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ড্যাভিড ল্যামি উভয়েই যুদ্ধবিরতির ওপর জোর দিয়েছেন- যদিও তারা বলেছেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার থাকা উচিত।
বিএনএনিউজ/এইচ.এম।