17 C
আবহাওয়া
৬:৪৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » শিবগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীর পরিবারকে চেক প্রদান

শিবগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীর পরিবারকে চেক প্রদান

শিবগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীর পরিবারকে চেক প্রদান

বিএনএ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্যান্সার আক্রান্ত মাসুমা খাতুনের পরিবারকে এককালিন অনুদানের চেক প্রদান করা হয়েছে।

রোববার (১ অক্টোবর) দুপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা সমাজসেবা কার্যালয়ে ক্যান্সার আক্রান্ত রোগীর পরিবারের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস।

উপকারভোগী মাসুমা খাতুন উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর গ্রামের আল মামুনের মেয়ে।

কাঞ্চন কুমার দাস বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ব্যবস্থাপনার কারণেই বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা সমাজসেবা দপ্তরের মাধ্যমে এই চেক পাচ্ছেন, যেন তারা নিজেদের চিকিৎসা সঠিকভাবে করাতে পারেন এবং একজন সুস্থ্য ব্যক্তির মতো সমাজে বসবাস করতে পারেন। তাই কিছুটা হলে ক্যান্সার আক্রান্ত পরিবারের উপকারে আসবে।

আরও পড়ুন: সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১০ শতাংশ

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান ও ফিল্ড সুপারভাইজার শাহজালালসহ অন্যরা।

বিএনএনিউজ/ মমিনুল ইসলাম বাবু/ বিএম

Loading


শিরোনাম বিএনএ