বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারায় পারিবারিক বিভিন্ন ঘটনায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ভয়ভীতি দেখানোর অপরাধে মনিরুল ইসলাম (২৮) নামের এক যুবককে শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় রোববার (১ অক্টোবর) দুপুরে বাঁশখালী থানা পুলিশ স্থানীয় সাংবাদিকদের সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।
এসআই নুর-এ হাবিবের নেতৃত্বে অভিযান চালিয়ে তার কাছ থেকে পুলিশ দেশে তৈরি একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে। অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: বোয়ালখালীতে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পুলিশ জানায়, স্থানীয়ভাবে বিভিন্ন মারামারি ঘটনার কয়েকটি মামলার আসামি মনিরুল ইসলাম। প্রতিটি মারামারির ঘটনায় অস্ত্র প্রদর্শন করে প্রতিপক্ষকে ভয়ভীতি দেখাতেন তিনি। প্রতিপক্ষ তার বিরুদ্ধে করা মামলায় অস্ত্র প্রদর্শনের ছবি পুলিশকে দিয়েছিল। গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গণ্ডামারা কয়লাবিদ্যুৎ কেন্দ্রের কাছে শামসুল আলমের পরিত্যক্ত সেমিপাকা ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন জানান, গ্রেপ্তার মনিরুল ইসলাম একজন অস্ত্রবাজ। দীর্ঘদিন যাবৎ অভিযান চালানোর পর তাকে ধরতে পেরে কিছুটা স্বস্তি পাচ্ছি। তাকে আদালতে সোপর্দ করা হয়।
বিএনএনিউজ/বিএম