14 C
আবহাওয়া
১১:১২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে ৪ হাজার ৬শত পিস ইয়াবাসহ আটক ১

চট্টগ্রামে ৪ হাজার ৬শত পিস ইয়াবাসহ আটক ১

চট্টগ্রামে ৪ হাজার ৬শত পিস ইয়াবাসহ আটক ১

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের  পাহাড়তলী থানা এলাকায়  যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মহিদুল ইসলাম মৃধা (৩৪) নামে এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) অলংকার মোড়ে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়।উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ টাকা।

আটক মহিদুল  পিরোজপুরের কাউখালী উপজেলার মধ্যম শিয়াল কাঠি এলাকার  আবদুল আজিজ ছেলে।

র‍্যাব জানায়, মহিদুল কক্সাবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে বাসযোগে খুলনার দিকে নিয়ে যাচ্ছিলেন। গোপন সূত্রে সংবাদ পেয়ে চট্টগ্রাম নগরীতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ