21 C
আবহাওয়া
৯:৫৬ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » ভয়ঙ্কর মাদক আইচসহ রোহিঙ্গা আটক

ভয়ঙ্কর মাদক আইচসহ রোহিঙ্গা আটক

ভয়ঙ্কর মাদক আইচসহ রোহিঙ্গা আটক

বিএনএ কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে তিন কেজি ক্রিস্টাল মেথ (আইচ) মাদকসহ আবদুল লতিফ (৬৪) নামের এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব-১৫।

শুক্রবার (১ অক্টোবর) দুপুরে টেকনাফ পৌরসভার শাপলা চত্বর থেকে তাকে আটক করা হয়। আটক লতিফ রোহিঙ্গা হলেও টেকনাফের অলিয়াবাদ এলাকার ভাড়া বাসায় বসবাস করছিলেন।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে লতিফকে আটক করে র‌্যাব-১৫ এর একটি টিম। সে সময় তার সঙ্গে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে তিন কেজি ভয়ঙ্কর মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ (আইচ) উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা হবে।

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেন, বেশ কিছুদিন ধরে তিনি বিভিন্ন কায়দায় মাদকদ্রব্য আইস/ক্রিস্টাল মেথ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছেন। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লতিফকে টেকনাফ থানায় হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ