বিএনএ নোয়াখালী : ভাসানচর থেকে পালানোর সময় নারী-শিশুসহ ২৪ রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন সিভিল টিম ও কোস্টগার্ডের সদস্যরা।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতভর অভিযান চালিয়ে ভাসানচরের উত্তর-দক্ষিণ দিকে ১০ কিলোমিটার দূরে জঙ্গল থেকে তাদের আটক করা হয়।পুলিশ জানিয়েছে, মধ্যরাতে পালানোর উদ্দেশ্যে রোহিঙ্গারা জঙ্গলে অবস্থান নিয়েছিলো।
আটককৃত রোহিঙ্গারা হলেন- মো. ইব্রাহিম (৩১), জামালিদা (২৬), এহেসান উল্লাহ (২২),সৈকত আরা (১৮), কিসমত আরা (২১), সুমাইয়া (৫), সেনোয়ারা (২৫), আকিফা আক্তার (৩), মোহাম্মদ রাসেদ উল্লাহ (১০ মাস), রিয়া মনি (৪), সিপা মনি (২), নূরুল আজিম (২৩),নূরুল হাকিম (১০),আবদুল কাদের (৮), নূরকাইদা (৫), ফাতেমা (১০ মাস), আলমরিজা (৭), মো. আলী (১৯), সেফায়েত উল্লাহ (২৮), হাসিনা (২৬), সুমাইয়া (৫), নয়ন (১২), ও জান্নাতুল ফেরদৌস (৮)।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশের মাধ্যমে সিআইসি অফিসে হস্তান্তর করা হয়েছে।
বিএনএনিউজ/আরকেসি