বিএনএ, চট্টগ্রাম-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় জারি করা ১৪৪ ধারার মেয়াদ আরও একদিন বাড়িয়ে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত করা হয়েছে।এর আগে রোববার দুপুর ২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা বলবৎ ছিল।
সোমবার (১ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
শনিবার রাতে দেরিতে বাড়িতে ফেরায় এক ছাত্রীকে বাসার দারোয়ান মারধর করলে এ সংঘর্ষের সূত্রপাত হয়।রাতেই দফায় দফায় ধাওয়া-পালটা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আহত হন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির দুই শিক্ষকও আহত হন।
রোববার সকালেও শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আবার সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় স্থানীয়দের ধাওয়ায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন অসুস্থ হয়ে পড়ে।
বিএনএ/ওজি