35 C
আবহাওয়া
৫:৪৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১, ২০২৫
Bnanews24.com
Home » চবি সংঘর্ষে ৩ জনের অবস্থা গুরুতর

চবি সংঘর্ষে ৩ জনের অবস্থা গুরুতর


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষে গুরুতর আহত ৩ শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আইসিইউতে রাখা হয়েছে। তিন শিক্ষার্থী হলেন, ইসলামিক স্টাডিজ বিভাগের নাঈমুল ইসলাম, সমাজতত্ত্ব বিভাগের মো. মামুন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ইমতিয়াজ আহমেদ সায়েম। এর মধ্যে নাঈমুল ইসলামের অবস্থা বেশি গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

এদিকে, রোববার রাতে পার্কভিউ হাসপাতালে মামুন ও সায়েমের অপারেশন সম্পন্ন হয়েছে। আগামী ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর তাদের শারীরিক অবস্থা সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসক।

মামুনের নাকে ও মুখে অতিরিক্ত রক্তক্ষরণের পাশাপাশি কানের পর্দা ফেটে গেছে। হামলার সময় শক্ত এবং ধারালো কিছু দিয়ে মামুনের মাথার পিছনের অংশে আঘাত করার ফলে অনেক রক্তক্ষরণ হয়েছে। এছাড়া তার ব্রেইন হেম্পার হওয়ায় অপারেশন করা হয়েছে। অন্যদিকে সায়েমের মাথার মাঝ বরাবর কোপায় দুর্বৃত্তরা। এতে অনেক বেশি রক্তক্ষরণ হয়। অপারেশনের সময় তাকে ৭ ব্যাগ রক্ত দিতে হয় । সায়েমের শারীরিক অবস্থার কোনোরকম উন্নতি হয়নি।

অপরদিকে, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাইমুল ইসলামকে গুরুতর অবস্থায় ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয়দের ধাওয়া দিয়ে ফিরে আসার সময় তাঁকে এলোপাতাড়ি কোপানো হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী আহমেদ জুনাইদ।

এছাড়া, সংঘর্ষে আহত আরও ছয় শিক্ষার্থী বর্তমানে পার্কভিউয়ের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ হাতে-পায়ে আঘাত পেয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হচ্ছেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের কাছে এক ছাত্রী একটি ভবনে ভাড়া থাকেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তিনি ওই ভবনে প্রবেশের চেষ্টা করলে দারোয়ানের সঙ্গে তার তর্ক হয়। একপর্যায়ে ভবনের দারোয়ান তাকে মারধর করেন। তবে, পরবর্তীতে অভিযোগ উঠে ওই ছাত্রী দারোয়ানের সাথে তর্কের একপর্যায়ে তাকে চড় মারেন। পরে ২ নং গেটে থাকা শিক্ষার্থীরা দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে শিক্ষার্থীরা তাকে ধাওয়া করলে স্থানীয় লোকজন শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। তখন সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এ বিষয়ে অধ্যাপক বজলুর রহমান গনমাধ্যমকে জানিয়েছেন, আমার শত শত শিক্ষার্থী আহত হয়েছে। অনেকের অবস্থা গুরুতর। যৌথ বাহিনী অনেক দেরিতে ঘটনাস্থলে এসেছে, ততক্ষণে অনেক রক্তক্ষয় হয়ে গেছে। বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে। ১৪৪ ধারা জারি থাকায় সেনাবাহিনী টহল দিচ্ছে।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ