15 C
আবহাওয়া
৭:৩২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » নরসিংদীতে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৪

নরসিংদীতে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৪


বিএনএ, ডেস্ক : নরসিংদীর দগরিয়া এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছে। শনিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নরসিংদীর বাসাইল এলাকায় আঞ্চলিক পাসপোর্ট ও ইমিগ্রেশন অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কামরুন নাহার (৩৫), তানজিনা (২৪), ছাবিহা (১৪) ও সাজিত (১২)। তাদের সবার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে।

নরসিংদী সদরের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রায়হান আহমেদ বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেই।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ