বিশ্ব ডেস্ক: নেপালের সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল বর্তমান প্রধানমন্ত্রীকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছ থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন। এতে ভীষণ খেপেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।
ভারতীং সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, গতকাল শনিবার কাঠমান্ডুতে সিমরিক এয়ারের চেয়ারম্যান ক্যাপ্টেন রামেশ্বর থাপা রচিত ‘ইন টু দ্য ফায়ার’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে কেপি শর্ম ওলি বলেন, ‘তিনি (পুষ্প কমল দহল) বাংলাদেশ–শ্রীলঙ্কার কাছ থেকে আমাকে শিক্ষা নিতে বলেছেন। আমি বলতে চাই, আপনি ভালো করে শিক্ষা নিন।’
গত শুক্রবার নেপালের সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল বর্তমান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছ থেকে শিক্ষা নিন। বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও শেখ হাসিনা সরকারের পতন থেকে কিছু শিখুন।’
পুষ্প কমলের এই কথার জবাব দিতে গিয়ে গতকাল কেপি শর্মা ওলি বলেন, ‘আমি কি ভয় সৃষ্টি করতে ১৭ হাজার মানুষ হত্যা করেছি? আমি কি কারও মনে ভয় ঢুকাতে ডাকাতি করেছি? আমার ভয়ের কিছু নেই। সুতরাং যারা আমাকে শিক্ষা নেওয়ার উপদেশ দিচ্ছেন, তাদেরই উচিত শিক্ষা নেওয়া।’
বাংলাদেশের মতো নেপালে স্বৈরাচার শাসন বা এ ধরনের কোনো পরিস্থিতি নেই দাবি করে কেপি শর্মা ওলি বলেন, ‘নেপালে বাংলাদেশের মতো কিছু ঘটার সম্ভাবনা নেই।’
কেপি শর্মার দাবি, নেপালে কোনও অব্যবস্থাপনা নেই। তিনি বলেন, ‘বাংলাদেশে কিছু হয়েছে মানে নেপালেও হবে, এমন ভাবার কারণ নেই। নেপাল অন্য কোনও দেশের ফটোকপি নয়। নেপালের নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য রয়েছে।’
কেপি শর্মা ওলি আরও বলেন, ‘দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক অর্জনকে শক্তিশালী করেছি। রাজতন্ত্রপন্থী যে শক্তি এখন গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করছে, তাদের আমরা ভয় পাই না।’
বিএনএনিউজ২৪/ এমএইচ