19 C
আবহাওয়া
১:০৫ পূর্বাহ্ণ - ফেব্রুয়ারি ৪, ২০২৫
Bnanews24.com
Home » বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের সূচি পরিবর্তন

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের সূচি পরিবর্তন

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের সূচি পরিবর্তন

বিএনএ স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই দুটি ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ভেন্যু হিসেবে অভিষেক হতে যাচ্ছে বসুন্ধরা কিংস অ্যারেনার। আগামী ৪ ও ৭ সেপ্টেম্বর ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সময়সূচির কিছুটা পরিবর্তন হয়েছে। বাংলাদেশ বনাম আফগানিস্তানের প্রথম ম্যাচটি একদিন এগিয়ে আনা হয়েছে।

অর্থাৎ ৪ সেপ্টেম্বরের বদলে প্রথম ম্যাচটি হবে ৩ সেপ্টেম্বর। তবে দ্বিতীয় ম্যাচের সূচি অপরিবর্তিত থাকছে। পরিবর্তিত সূচিতে অনুমোদন দিয়েছে ফিফা। ম্যাচ দুটি উপলক্ষে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হয়েছে গত ২০ আগস্ট থেকে।ক্যাম্পের জন্য ৩২ জন ফুটবলার ডেকেছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। আগামী অক্টোবরে মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ।

আরও পড়ুন: শনিবারের পাক-ভারত ম্যাচ কী বৃষ্টি বিঘ্নিত হবে!

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রিমিয়ারের লিগে বসুন্ধরা কিংস ও বাংলাদেশ পুলিশ এফসির ম্যাচ দিয়ে যাত্রা শুরু হয় কিংস অ্যারেনার। এরপর টানা দুই মৌসুম কিংস অ্যারেনায় হোম ভেন্যু হিসেবে খেলেছে বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্র।

দেড় বছরের ব্যবধানে আন্তর্জাতিক ম্যাচেরও স্বাদ পেতে যাচ্ছে আধুনিক এই মাঠ। ৩ সেপ্টেম্বরের সেই অভিষেক যাতে দাগ কাটতে পারে সে জন্য কিংস অ্যারেনায় চলছে জোর প্রস্তুতি।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
তিতাসের অভিযানে আরও ৮শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রিসার্চ ছাড়া ফুড রিলেটেড প্রজেক্ট লঞ্চ করা যাবে না--উপদেষ্টা শারমীন শ্রম মন্ত্রণালয়ের ২১০ কর্মকর্তা-কর্মচারী একযোগে বদলি সাংবাদিক শিল্পীর পরিবারকে অবরুদ্ধ, বিচার দাবি সিএমইউজের বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ তিতুমীর শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষা মন্ত্রণালয়ে বিবৃতি এমএ আজিজ স্টেডিয়াম ব্যবহারের জন্য চট্টগ্রামবাসীর অনুমতি নিতে হবে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলেই গ্রেপ্তার : প্রেস উইং ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেফতার আ.লীগ নেতা রিমান্ডে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে চার বাংলাদেশি আটক