বিশ্বডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন(মনুস্কো ) বিরোধী বিক্ষোভ দমনে দেশটির সেনাবাহিনীর অভিযানে অন্তত ৪৩ জন নিহত ও আরো ৫৬ জন আহত হয়েছে।
দেশটির সরকার জানিয়েছে, গত বুধবার(৩০ আগস্ট) পূর্ব কঙ্গোলিজ শহর গোমায় জাতিসংঘ বিরোধী হিংসাত্মক বিক্ষোভে সেনাবাহিনীর কঠোর অভিযানে ৪৩ জন নিহত ও ৫৬ জন আহত হয়েছে। খবর রয়টার্সের।
কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মনুস্কো,র বিরুদ্ধে অভিযোগ, তারা সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতার বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে। মূলত বছরের পর বছর ধরে চলে আসা এই সহিংসতার কারণে বুধবার দেশটির ওই শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার(৩১ আগস্ট) এক বিবৃতিতে দেশটির সরকার বলেছে, বিক্ষোভে মৃতের সংখ্যা ৪৩ জনে উন্নীত হয়েছে। এছাড়া আরো ১৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সামরিক তদন্ত শুরু হয়েছে।
বিএনএনিউজ২৪,জিএন