বিএনএ, ঢাকা : একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন সমাপ্ত হয়েছে। অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের ঘোষণা পাঠ করার মাধ্যমে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার (৩১ আগস্ট) এ অধিবেশন সমাপ্তির ঘোষণা দেন।
সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনী ভাষণ দেন। এছাড়া বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের সমাপনী দিনে বক্তৃতা দেন।
অধিবেশন সমাপ্তির ঘোষণা দেয়ার আগে ১৯৭২ সালের মহান মে দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ভাষনের অডিও সংসদে শোনানো হয়।
গত ২৮ আগস্ট শুরু হয়ে আজ শেষ কার্যদিবস পর্যন্ত এ অধিবেশনে মোট কার্যদিবস ছিল ৫টি। এ অধিবেশনে আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে ৩৭টি নোটিশ পাওয়া গেছে। প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য সর্বমোট ৩৭টি প্রশ্ন পাওয়া যায়। এর মধ্যে তিনি ১৫টি প্রশ্নের উত্তর দেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য প্রাপ্ত মোট ৯৮৬টি প্রশ্নের মধ্যে মন্ত্রীগণ ৩৬৯টি প্রশ্নের জবাব দেন। এ অধিবেশনে ৩টি বিল পাস হয়।
এছাড়া এ অধিবেশনে সংসদ কার্যপ্রণালী বিধি ১৪৭ বিধিতে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দ্রব্যমূল্য বৃদ্ধিসহ বিদ্যমান সংকট এবং সরকারের পদক্ষেপ এবং ১৫ আগষ্ট জাতির পিতা হত্যাকান্ডের নেপথ্য নায়কদের চিহ্নিত করাসহ বর্তমান সময়ে নতুন সব চক্রান্ত প্রতিহত করার প্রত্যয় শীর্ষক দু’টি পৃথক প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। প্রস্তাব দু’টি আনেন যথাক্রমে জাতীয় পার্টির মুজিবুল হক এবং সরকারি দলের র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
বিএনএনিউজ/এইচ.এম।