বিএনএ, চট্টগ্রাম : পুলিশ ও র্যাব পরিচয় দিয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদানসহ মামলা মোকাদ্দমা দায়েরের হুমকি দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করেছে র্যাব-৭।বুধবার দিবাগত রাত পেীণে একটায় তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে এক বিফ্রিংয়ে এই তথ্য জানান র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ।
গ্রেফতারকৃতরা হচ্ছে ফটিকছড়ি থানার বক্তপুর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে মো. বেলাল হোসেন (৩১) ও ভুজপুর থানার পশ্চিম সুয়াবিল এলাকার মৃত এজাহার মিয়ার ছেলে মো. ওসমান ।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ জানান, , গত ১৬ আগস্ট সন্ধ্যায় মোহাম্মদ খোরশেদুল আলম নামে এক ব্যক্তিকে নিজেকে এসআই পরিচয় দিয়ে বিভিন্ন প্রকার হুমকি ও ভয়ভীতি প্রদান সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা মোকাদ্দমা দায়ের করার হুমকি প্রদান করে ২০ হাজার টাকা দাবি করে প্রতারক বেলাল। তিনি সরল বিশ্বাসে প্রতারকের দেওয়া নম্বরে গত ১৬ আগস্ট রাতে ২০ হাজার ৪০০ টাকা বিকাশে প্রেরণ করেন। পরবর্তীতে প্রতারক থানার ওসি সেজে পুনরায় তার নিকট টাকা চাইলে খোরশেদ আলম গত ১৭ আগস্ট সকালে ৩ হাজার ৬০ টাকা বিকাশে প্রেরণ করে। ঐদিনই প্রতারক সার্কেল এএসপি সেজে পুনরায় বিভিন্নভাবে ভয় ভীতি প্রদর্শন করে ৫০ হাজার টাকা দাবি করলে গত ১৭ আগস্ট ২৯ হাজার ৫৮০ টাকা বিকাশে প্রেরণ করে। এ ছাড়া প্রতারক এসপি সেজে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এভাবে প্রতারক খোরশেদুল আলমের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে সর্বমোট ৫৩ হাজার ৪০ টাকা হাতিয়ে নেয়। প্রতারক পুনরায় র্যাবের অফিসার পরিচয় দিয়ে ফোন দেয় এবং জানায় মামলাটি বর্তমানে র্যাবের নিকট এসেছে, মামলার বিষয়ে খোঁজখবরের নাম করে তার নিকট পুনরায় টাকা দাবি করে। ঘটনার বিষয়টি সন্দেহজনক মনে হলে খোরশেদুল আলম র্যাব-৭, চট্টগ্রামকে অবহিত করে। এরপর র্যাব-৭ অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়।
তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফটিকছড়ি থানার নাজিরহাট বাজার এলাকা থেকে প্রতারক মো. বেলাল হোসেনকে আটক করা হয়। আটক মো. বেলাল হোসেন জিজ্ঞাসাবাদে অকপটে স্বীকার করে যে, নিজেকে কখনো এসআই বা থানার ওসি, কখনো সার্কেল এএসপি বা এসপি কখনো বা র্যাবের অফিসার ইত্যাদি পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে খোরশেদ আলমের নিকট থেকে মোট ৫৩ হাজার ৪০ টাকা আদায় করেছে।
বিএনএ/ ওজি