19 C
আবহাওয়া
৮:২৯ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » সাকিবদের টিকে থাকার লড়াই আজ

সাকিবদের টিকে থাকার লড়াই আজ

এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। টাইগাররা আজকের ম্যাচ হারলে শেষ হয়ে যাবে এশিয়া কাপের স্বপ্ন। তাই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলংকার ম্যাচটিকে নির্দ্বিধায় ‘অঘোষিত ফাইনালের’ বলা যায়। বৃহস্পতিবার রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

এদিকে আফগানিস্তান ম্যাচের ধকল কাটাতেই বিশ্রামে বেশিরভাগ ক্রিকেটার। তবে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের মতে, যে দল চাপ সামলে নিতে পারবে, শেষ হাসি হাসবে টাইগাররাই।

তিনি বলেন, পেস বলে একজন ক্রিকেটার হিট করতে গিয়ে আউট হতেই পারে এতে সমস্যা নেই তবে বডি ল্যাংগুয়েজ এমন হলে তো আমাদের কষ্ট লাগে। আমি দলের প্রতিটি ক্রিকেটারের মানসিকতার পরিবর্তন দেখতে চাই। সবার কাছ থেকে বেটার কিছু আশা করছি।

টিম ডিরেক্টর বলেন, মাঠে খেলতে নেমে শুধু বাংলাদেশের ক্রিকেটাররাই ভয় পায় না, সব দেশের ক্রিকেটাররাই ভয় পায়। তবে আমাদের ক্রিকেটাররা তুলনামূলক ভয় বেশি পায় কিনা সেই বিষয় তো আমাদের জানা সম্ভব না। এখন তাইলে ক্রিকেটারদের মনের ভেতর ঢুকতে হবে।

বাংলাদেশের মত আফগানিস্তানের কাছে হেরে বিপর্যস্ত শ্রীলংকা। সবশেষ চার দ্বিপাক্ষিক সিরিজ হারা দলটির পরিস্থিতিও ভয়ঙ্কার। তবে পেসার পাথিরানার বোলিং অ্যাকশন আর লংকার অলরাউন্ডশক্তি প্রতিপক্ষকে ফেলতে পারে অস্বস্তিতে।

পরিসংখ্যানে অবশ্য শ্রীলংকার চেয়ে বেশ পিছিয়ে আছে বাংলাদেশ। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ৮ নম্বরে রয়েছে শ্রীলংকা, একধাপ পিছিয়ে বাংলাদেশ আছে নবম স্থানে।

আর এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সাফল্য নেই বললেই চলে, ১৩ বারের মোকাবিলায় এখন পর্যন্ত ১১ বারই জয় পেয়েছে শ্রীলংকা, মাত্র দুবার ম্যাচের ফল এসেছে বাংলাদেশের পক্ষে।

টি-টোয়েন্টিতে দুই দলের ১২ দেখায় লংকানদের কাছে চার বার জিতেছে বাংলাদেশ। যদিও এশিয়া কাপের সুখস্মৃতি ২০১৬ সালে। টাইগারদের চাওয়া তারই পুনরাবৃত্তি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ