17 C
আবহাওয়া
১০:৪৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » মিরসরাইয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

মিরসরাইয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

মিরসরাইয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

বিএনএ, মিরসরাই : মিরসরাই উপজেলার জোররাগঞ্জ থানা এলাকায় গলায় ফাঁস দিয়ে প্রণব বণিক (৩৮) নামে এক স্বর্ণ ব্যবসায়ী আত্মহত্যা করেছে।  বুধবার (০১ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে জোরারগঞ্জ বাজার এলাকার মহিউদ্দিনের দ্বিতীয় তলায় ভবনে  ভবনে এ ঘটনা ঘটে।

নিহত প্রণব বণিক জোরারগঞ্জের বণিকপাড়া গ্রামের নান্টু বণিকের ছেলে।

ঋণগ্রস্ত হয়ে থাকায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করেন বলে নিহতের এক স্বজন জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন । এখনও নিহতের পরিবারের কেউ অভিযোগ দায়ের করেননি।

বিএনএনিউজ/ আশরাফ উদ্দিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ