21 C
আবহাওয়া
৮:১৮ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » পেরুতে বাস খাদে পড়ে নিহত অন্তত ৩২

পেরুতে বাস খাদে পড়ে নিহত অন্তত ৩২


বিএনএ, বিশ্বডেস্ক : পেরুতে এক বাস খাদে পড়ে দুই শিশুসহ কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২০ জন। স্থানীয় সময় মঙ্গলবার (৩১ আগস্ট) লিমা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ক্যারেটেরা সেন্ট্রাল রোডের একটি সরু অংশে এ দুর্ঘটনা ঘটে।

এটি দক্ষিণ আমেরিকার দেশটিতে মাত্র চারদিনের ব্যবধানে তৃতীয় বড় ধরনের দুর্ঘটনা।

বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, বাসটি একটি পাথরে ধাক্কা লেগে প্রায় ৬৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় সেটিতে অন্তত ৬৩ জন যাত্রী ছিলেন।

স্থানীয় পুলিশ কমান্ডার সিজার কারভান্টেস বলেন, বেপরোয়াভাবে বাস চালানোর কারণেই দুর্ঘটনা ঘটেছে। সেটি সরু রাস্তায় অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। হতাহতদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে এ পর্যন্ত ৩২ জন মারা গেছেন। নিহতদের মধ্যে ছয় ও তিন বছরের দুটি শিশুও রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ