18 C
আবহাওয়া
৭:৪৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » আল জা‌জিরা টি‌ভির ২ সাংবা‌দিক নিহত

আল জা‌জিরা টি‌ভির ২ সাংবা‌দিক নিহত

দক্ষিণ গাজায় আবাসিক ভবনে হামলায় নিহত ২৬

বিশ্ব ডেস্ক :  গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় ইসমাইল আল-ঘৌল  এবং রামি আল-রেফি নামে আল জা‌জিরা টি‌ভির ২ সাংবা‌দিক নিহত হয়েছেন। তারা যু‌দ্ধের সংবাদ ও ভি‌ডিও চিত্র সং‌গ্রহে নি‌য়ো‌জিত ছি‌লেন।

 

বুধবার(৩১ জুলাই)কাতারভিত্তিক সংবাদ আল জাজিরা জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী বুধবার গাজা শহরের পশ্চিমে আইদিয়া এলাকার কাছে একটি মি‌ডিয়ার  গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হলে তারা নিহত হন ।

 

আল জাজিরার আরবি ম্যানেজিং এডিটর মোহাম্মদ মোওয়াদ বলেন, গাজার সাংবাদিক ও ক্যামেরাম্যানদের লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে। কারণ তারা সাহসের সঙ্গে উত্তর গাজার ঘটনাগুলো কভার করছিল।

এ‌নি‌য়ে গাজা ইসরা‌য়েল যু‌দ্ধে ১১৩জন সাংবা‌দিক নিহত হল। সূত্র: সি‌পি‌জে, Tbs।

এস‌জিএন

Loading


শিরোনাম বিএনএ