29 C
আবহাওয়া
১:৪৫ অপরাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৫
Bnanews24.com
Home » সন্দ্বীপে পুকুরে ডুবে ২ দিনে ৩ শিশুর মৃত্যু

সন্দ্বীপে পুকুরে ডুবে ২ দিনে ৩ শিশুর মৃত্যু

সন্দ্বীপে পুকুরে ডুবে ২ দিনে ৩ শিশুর মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সন্দ্বীপে ২ দিনে পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও এক শিশু। সোমবার (৩১ জুলাই) সকালে মাইটভাঙ্গা ইউনিয়নে রান্নাঘরের পাশের পুকুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম আয়াতুল ইসলাম (২)। আয়াতুল রসিদের বাড়ির মো. আরিফের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে আয়াতুল ইসলাম রান্নাঘরে খেলার সময় ঘরের পাশে পুকুরে পড়ে যায়। পরে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার (৩০ জুলাই) উপজেলার মুছাপুর ইউনিয়নের একই বাড়ির ২ কন্যাশিশু পুকুরের পানিতে ডুবে মারা যায়। মৃত দুই শিশু ইসফা (৫) ও আপিয়া (৪)। তারা প্রতিদিনের মতো ঘরে খেলছিল। দুপুরে পরিবারের লোকজন তাদের ডাকাডাকি করে কোন সাড়া না পাওয়ায় পুকুরে খোঁজাখুঁজি করে। কিছুক্ষণ পর তাদের পুকুর থেকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একইদিনে সন্তোষপুর ইউনিয়নের জামাল ব্যাপারীর বাড়ির আলাউদ্দিনের কন্যা আয়েশা পুকুরের পানিতে ডুবে গেলে তাকে দ্রুত উদ্ধার করে গাছুয়া হাসপাতালে আনা হয়। বর্তমানে সে সুস্থ রয়েছে।

সচেতনত মহলের দাবি, উপজেলা পর্যায় এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে সাঁতার শেখানোর ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন করা পাশাপাশি প্রচার প্রচারণার মাধ্যমে সচেতনতা সৃষ্টি করে শিশু মৃত্যুর হার কমানোর উদ্যোগ গ্রহণ জরুরি হয়ে পড়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ডাকাত সর্দারের আস্তানায় মিলল থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের আর্থিক সহায়তা দিলেন চসিক মেয়র ইয়েমেনের তেলবন্দরে আমেরিকার বিমান হামলায় নিহত ৩৮ সাংবাদিক নেতৃবৃন্দের বিরুদ্ধে আপত্তিকর ব্যনার টাঙায় সিইউজে'র উদ্বেগ-নিন্দা সরকারের সংস্কার কাজে সমর্থন জানালো যুক্তরাষ্ট্র কুড়িল-বসুন্ধরা সড়ক বন্ধ থাকবে ২৯ ঘণ্টা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করার আহ্বান বাংলাদেশের হারিয়ে যাওয়া ২৫১ মোবাইল উদ্ধার করল ডিএমপি