28 C
আবহাওয়া
৭:৫২ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » সাধারণ ক্ষমা পেলেন অং সান সু চি

সাধারণ ক্ষমা পেলেন অং সান সু চি


বিএনএ, ঢাকা:  অং সান সু চির জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে মিয়ানমারের জান্তা প্রশাসন। শুধু সুচিকেই নয়, সাত হাজারের বেশি বন্দিকে মুক্তি দিয়েছে দেশটির সামরিক সরকার। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকেই কারাগারে বন্দি ছিলেন তিনি।

মঙ্গলবার (১ আগস্ট) মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ খবর জানানো হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, সু চির পাশাপাশি মিয়ানমারের সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টও দুই বছরেরও বেশি সময় পর ছাড়া পেয়েছেন।

সামরিক অভ্যুত্থানের পর থেকে গৃহবন্দি থাকলেও অং সান সু চিকে গত বছর রাজধানীর একটি নির্জন কারাগারে স্থানান্তর করা হয়। গত দুই বছর তার প্রায় কোনো খবরই পাওয়া যায়নি। তিনি অসুস্থ ছিলেন বলে গুঞ্জন শোনা গেলেও সামরিক বাহিনী এ তথ্য অস্বীকার করে।

৭৮ বছর বয়সী সু চির বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগে ৩৩ বছরের সাজা দিয়েছিলেন মিয়ানমারের আদালত। দেশব্যাপী চরম সহিংসতার মধ্যে সেনা আদালতে অত্যন্ত গোপনীয়তার মধ্যেই তার সাজা ঘোষণা করা হয়।

বিএনএ/ ওজি/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ