বিশ্ব ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের থানে জেলার সাহাপুরে নির্মাণাধীন সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে ক্রেন ধসে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। খবর: এনডিটিভি।
ক্রেন ধসে পড়া স্থাপনার নিচ থেকে ১৬ জনের মরদেহ বের করে আনা হয়েছে এবং এখনও অন্তত ছয়জন এর নিচে আটকা পড়ে আছেন বলে ধারণা করছে স্থানীয় উদ্ধারকারী দল। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ করছে। তিনজন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে।
সাহাপুরের খুতাদি সারলাম্বে গ্রামে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
গার্ডার মেশিন অর্থাৎ বিশেষ ধরনের যে ক্রেন ধসে পড়েছে, এগুলো সেতু, ফ্লাইওভার বা এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যবহার করা হয়।
বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনাহেনা