বিএনএ,ঢাকা: বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সদস্যরা মঙ্গলবার(১ আগস্ট) থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মাথায় কাফনের কাপড় পড়ে অবস্থান কর্মসূচি পালন করবেন। একইস্থানে গত ১১ জুলাই থেকে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন শিক্ষকরা। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ তাদের প্রধান দাবি।
বিটিএর সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ সাংবাদিকদের বলেন, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের সুস্পষ্ট ঘোষণা বা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ছাড়া আমরা ঘরে ফিরে যাবো না। যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাবো ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।
শিক্ষকরা জানান, এমপিওভুক্ত শিক্ষকরা মাত্র ২৫ শতাংশ উৎসব ভাতা, এক হাজার টাকা বাড়ি ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। একই কারিকুলামে একই সিলেবাসে পাঠদান করিয়েও সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতনে রয়েছে বিস্তর পার্থক্য। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের থেকে এক ধাপ নিচে বেতন দেয়া হচ্ছে।
বিএনএ,জিএন/ হাসনাহেনা