15 C
আবহাওয়া
৫:৫৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু


বিএনএ, মিরসরাই: চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে মামুন মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ( ১ আগস্ট ) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে মিরসরাই তালবাড়িয়া এলাকায় রেললাইন পারাপারের সময় ওই যুবক ট্রেনের নিচে পড়ে নিহত হয়।

প্রত্যক্ষদর্শী ও অন্যান্যদের বরাতে জানা গেছে, নিহতের বাড়ি ১১ নং মঘাদীয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শরীয়তপাড়া এলাকায়। সে ওই এলাকার মো. মহিউদ্দিনের বড় ছেলে। সে পেশায় একজন সিএনজি চালক।  তারা পাহাড়ি এলাকায় মাদক সেবন করে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের উপস্থিতিতে দিশা হারিয়ে ফেলে ট্রেনের নিচে কাটা পড়ে।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশের ইনচার্জ খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,  ঢাকা থেকে আসা মহানগর প্রভাতী ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে। একই ট্রেন গত শনিবার সীতাকুণ্ড উপজেলার এলাকায় অন্য এক ব্যক্তিকে নিহত করে। গত চার দিনে মহানগর প্রভাতীর পৃথক তিনটি দুর্ঘটনায় ১৩ জনের প্রানহানি ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছেন।

বিএনএ/আশরাফ, এমএফ

Loading


শিরোনাম বিএনএ