বিএনএ, মিরসরাই : চট্টগ্রামের মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৫ বসতঘর। সোমবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার ওচমানপুর ইউনিয়নের পূর্ব সাহেবপুর গ্রামের আমির আলী সওদাগর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থরা হলো শাহাবউদ্দিন, নয়ন তারা, আমিনুল হক, মাদুল হক, সিরাজুল হক। প্রতক্ষদর্শী সিরাজুল হক জানান, সোমবার সকাল ৯টার দিকে মাদুল হকের ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে বাড়ির ২০ কক্ষ বিশিষ্ট ৫ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রনে আনে। ৫টি বসতঘরের ক্ষয়ক্ষতি হলেও আশপাশের বেশ কিছু ঘর রক্ষা করা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বাকিটা তদন্ত শেষে জানা যাবে।
বিএনএ/আশরাফ, এমএফ