25 C
আবহাওয়া
১২:৫২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » গৃহকর্মী নির্যাতন : চিত্রনায়িকা একা গ্রেপ্তার

গৃহকর্মী নির্যাতন : চিত্রনায়িকা একা গ্রেপ্তার

এক মামলায় চিত্রনায়িকা একা'র জামিন মঞ্জুর

বিএনএ, ঢাকা : রাজধানীতে গৃহকর্মী হাজেরা বেগম(২৫)কে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ( ৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে হাতিরঝিল থানার উলনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বাসা থেকে ইয়াবা এবং বিদেশি মদ উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য আহত হাজেরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই হারুনুর রশীদ বলেন, আজ বিকালে অভিযুক্ত নায়িকা একার পাশের ফ্ল্যাট থেকে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে ঘটনার বিষয়ে জানানো হয়। এরপর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেই বাসা থেকে গ্রেপ্তার করা হয় ঢাকাই সিনেমার একসময়ের নায়িকা একাকে এবং নির্যাতিত গৃহকর্মী হাজেরা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৃহকর্মীর স্বামী বলেন, চিত্র নায়িকা একার বাসায় তিন মাস ধরে কাজ করছেন তার স্ত্রী। হাজেরাকে বাসা পরিবর্তন করায় অতিরিক্ত সময় কাজ করতে বলেন একা। এতে অস্বীকৃতি জানিয়ে হাজেরা তাকে বলেন, ‘আগে বলতেন, তাহলে অন্য বাসাগুলোকে জানিয়ে আসতে পারতাম’। এসময় একা ক্ষিপ্ত হয়ে হাজেরাকে পিটিয়ে আহত করেন।

তার বিরুদ্ধে বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ