34 C
আবহাওয়া
১২:১৪ অপরাহ্ণ - মে ৫, ২০২৪
Bnanews24.com
Home » রোববার দুপুর পর্যন্ত লঞ্চ ও বাস চলাচলে অনুমতি

রোববার দুপুর পর্যন্ত লঞ্চ ও বাস চলাচলে অনুমতি

দূরপাল্লার বাস লঞ্চ-ট্রেন চলাচল শুরু

বিএনএ, ঢাকা : চলমান বিধিনিষেধের মধ্যে রোববার থেকে চালু হচ্ছে রপ্তানিমুখি গার্মেন্টস ও শিল্পকারখানা। শ্রমিকদের ঢাকায় আসার সুবিধার্তে রোববার দুপুর পর্যন্ত বাস ও লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে সরকার। শনিবার রাতে এক তথ্য বিবরণীতে জানানো হয়, রপ্তানিমুখী শিল্প শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার জন্য রবিবার বেলা ১২টা পর্যন্ত গণপরিবহণ চলবে।

শিল্পকারখানা চালুর অনুমতি দেওয়ার পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকার পথ ধরেছেন শ্রমিকেরা। গণপরিবহন বন্ধ থাকায় ভ্যান-রিকশাসহ নানাভাবে ঢাকায় আসছেন তাঁরা। ঢাকামুখী মানুষের ঢল নামে শিমুলিয়া ও পাটুরিয়া ফেরিঘাটে। অনেকে হেঁটে ঢাকার প্রবেশ পথগুলোতে প্রবেশ করছেন দেখা যায়।

এই পরিস্থিতিতে শনিবার রাত থেকে রোববার পর্যন্ত সারা দেশ থেকে শ্রমিকদের ঢাকা নিয়ে আসার জন্য বাস চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ