22 C
আবহাওয়া
১:৩৯ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » পড়বি পড় মালীর ঘাড়ে

পড়বি পড় মালীর ঘাড়ে

গাজা বোঝাই গাড়ি

বিএনএ, সাতকানিয়া(চট্টগ্রাম) : পড়বি পড় মালীর ঘাড়ে। গাজা বোঝাই গাড়ি দুর্ঘটনায় পড়েছে পুলিশের সামনে।
সোমবার (১ জুলাই) বিকেলে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ থানাধীন গাছবাড়িয়াস্থ মক্কা পেট্রোল পাম্পের নিকটে প্রাইভেট কার( ঢাকা মেট্টো-গ-১৫-৫৮০৩)কে অজ্ঞাতনামা একটি যানবাহন পাশ থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গাড়িটি উল্টে পড়ে। ঘটনার পরই চালক ঘটনাস্থলে গাড়িটি রেখে দ্রুত পালিয়ে যায়।

পরে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ স্থানীয় স্বাক্ষীদের উপস্থিতিতে তল্লাশীকালে কারের পিছনের ডালা খুলে মালামাল রাখার স্থানে ৩(তিন)টি বড় পলিথিনের ব্যাগ দেখতে পায়। যেখানে  প্রতি পলিথিনে  ৮(আট) কেজি করে মোট ২৪(চব্বিশ) কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।

হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ এরফান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এসএমএনকে, এসজিএন/এইচ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ