29 C
আবহাওয়া
৪:৩৬ অপরাহ্ণ - জুলাই ৩, ২০২৪
Bnanews24.com
Home » সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দাখিলের নির্দেশনা চেয়ে রিট

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দাখিলের নির্দেশনা চেয়ে রিট

অবকাশে যেসব দিনে হাইকোর্টে চলবে বিচার কাজ

বিএনএ, ঢাকা : সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব আইন অনুযায়ী দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।সোমবার (১ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস রিটটি দায়ের করেন।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হবে।

রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস বলেন, ‘সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব আইনে উল্লেখিত যথাযথ নিয়মে কর্তৃপক্ষের কাছে দাখিলের পাশাপাশি ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিটটি করেছি।’

তিনি জানান, মঙ্গলবার (২ জুলাই) এ রিটের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, দুদকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ ১০ জনকে বিবাদী করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ