32 C
আবহাওয়া
৮:৫১ অপরাহ্ণ - এপ্রিল ১৪, ২০২৫
Bnanews24.com
Home » কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে পর্যটকের মৃত্যু


বিএনএ, কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে গুপ্তখালে পড়ে মো. সাআদ (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শনিবার (১ জুলাই) দুপুর ২টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত পর্যটক ঢাকার যাত্রাবাড়ীর মৃত মো. আহসান উল্লাহর ছেলে।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর ২টার দিকে সমুদ্র সৈকতে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে যান মো. সাআদ। একপর্যায়ে তারা সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নামেন। এ সময় স্রোতের টানে ভেসে যান সাআদ। বিষয়টি তার পরিবার ঘটনাস্থলে উপস্থিত লাইফগার্ড ও বিচের কর্মীদের অবহিত করলে তারা একঘন্টা চেষ্টা করে সৈকতের লাবনী পয়েন্ট থেকে উদ্ধার করে। মুমূর্ষু অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান পর্যটন সেলের এ কর্মকর্তা ।

বিএনএ/ এইচ এম ফরিদুল আলম শাহীন, ওজি/এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ