24 C
আবহাওয়া
৯:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ৭২ রোগী হাসপাতালে

ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ৭২ রোগী হাসপাতালে

২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ৯৬

বিএনএ, ঢাকা : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪১ এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ জন। তবে এ সময়ে কেউ মারা যাননি।

শুক্রবার (৩০ জুন) রাতে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ২৮৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৭৯৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৬০৭৯ জন। আর ঢাকার বাইরে ১৫৪১ জন।

এদিকে ভর্তি রোগীদের মধ্যে হাসপাতাল ছেড়েছেন ৬৬৪২ জন। এরমধ্যে ঢাকায় ৫১০১ জন এবং ঢাকার বাইরে ১৫৪১ জন।

জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে দুজন, মে মাসে দুজন এবং চলতি জুনে ৩৪ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে।

গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৮১ জন মারা যান।

বিএনএনিউজ/এইচ.এম/ এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ